প্রায় এক লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।গত কয়েকদিনে প্রায় ১১ হাজার অভিবাসী প্রবেশ করায় সীমান্ত সাময়িক বন্ধ করে দিয়েছে অস্ট্রিয়া সরকার।সরকারি বাধার কারণে গত কয়েকদিন ধরে ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্ত এলাকায় দিন কাটাচ্ছে লাখ লাখ শরণার্থী। এই অবস্থায় সোমবার ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের ঠেলে না দিতে গ্রীসের প্রতি আহ্বান জানায় ক্রোয়েশিয়া। রোববার অভিবাসীদের আশ্রয় দিতে সার্বিয়া সীমান্তের কাছে বেশ কয়েকটি নতুন শরণার্থী শিবির নির্মাণের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।এদিকে, বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকে আগামী দুই বছরে ধাপে ধাপে প্রায় একলাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ বছর যুক্তরাষ্ট্র ৮৫ হাজার অভিবাসীকে দেশটিতে জায়গা দিয়েছি বলেও জানান কেরি।
একটি মন্তব্য পোস্ট করুন