চলতি বছরে শুধু নয় বরং বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে সুপারস্টার অভিনেতা সালমান অভিনীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং তেলেগু ছবি ‘বাহুবলী’। অথচ ছবি দুটির মূল কারিগর একজনই। নাম তার কে.ভি বিজয়েনেন্দ্র প্রসাদ। কারণ তিনিই ছবি দুটির গল্প যে তারই লেখা!
একটি ছবিতে পর্দার সামনে এবং পিছনে থাকা সকলেরই অবদান থাকে। সকলের সমান অবদানে একটি ছবি বাণিজ্য করে।অথচ দর্শকরা পর্দার সামনে যাদের দেখতে পান, তাদেরকেই বড় করে দেখেন। ফলত বেশীর ভাগ সময়ই বরাবরের মত পর্দার পিছনের মানুষেরা থেকে যান আড়ালে! এই যেমন মাত্র দুই মাসের মধ্যে পুরো ভারতে দুটি বাণিজ্যসফল ছবি দাপিয়ে বেড়াল, একটি বাজরাঙ্গি ভাইজান এবং অন্যটি বাহবলী দ্য বিগিনিং। অথচ ছবি দুটির গল্প যিনি লিখেছেন তার নাম অনেকেই জানেনও না, জানার প্রয়োজনও বোধ করেন না অনেকে। তবে বিজয় প্রসাদের নাম-ডাক নিয়ে তাড়া নেই। তার শুধু মাথায় থাকে নির্মাতাদের হাতে ভালো একটা গল্প তুলে দেয়া।
বাজরাঙ্গি ভাইজান কিংবা বাহুবলী নয়, তিনি তামিল,তেলেুগু আর বলিউডে একাধিক ব্লকবাস্টার ছবির স্ক্রিপ্ট রাইটার। নামের চিন্তা তার মাথায় আসে না কখনোই। যখন তার ভালো একটা গল্প দেশ বিদেশে সফলভাবে বাণিজ্য করে, এতেই তিনি খুশি থাকেন। তবে ইদানিং তার কাছে প্রচুর নির্মাতা, প্রযোজক ভীড় করছেন স্ক্রিপ্টের জন্য। তিনি এটাকেও তার জীবনের বড় প্রাপ্তি বলে মনে করেন।
বর্তমান ব্যস্ততা আগের চেয়ে একটু বেশী। মাগাদিরা, বাহুবলী দ্য বিগিনিং, বাহুবলী দ্য কনক্লুশন এসব ঐতিহাসিক গল্প লেখা কিছুদিনের জন্য থামিয়ে এবার রোমান্টিক কিছু নাকি লিখবেন বিজয়েন্দ্র প্রসাদ। তবে এই মুহূর্তে তিনি লিখছেন ‘সেক্স কমেডি’।
অন্ধ্র প্রদেশে জন্ম হলেও, কিংবা তেলেগু সিনেমার স্ক্রিপ্ট লিখলেও বলিউডকেই কাজ করার জন্য তার অসাধারণ ক্ষেত্র মনে হয়। বলিউডে কাজ করার অভিজ্ঞতা খুব একটা না থাকলেও বলিউডের অনেক গল্প তার পছন্দের। বলিউডের কোনো গল্প তাকে ঈর্ষান্বিত করে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, প্রচুর। বলিউডে অসংখ্য ছবির গল্প আছে, যেহগুলোকে আমি খুব ঈর্ষা করি। বিশেষ করে আমি খুব ঈর্ষাবোধ করি ‘পিকে’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর গল্প।
উল্লেখ্য, বিজয়েন্দ্র প্রসাদের লেখা ‘বাজরাঙ্গি ভাইজান’-এরই মধ্যে বলিউডের অলটাইম ব্লকবাস্টারের খেতাব অর্জন করেছে। মুক্তির পঞ্চাশ দিনে দেশ-বিদেশ মিলিয়ে ছবিটি বলিউডের ইতিহাসে বাণিজ্যের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। ভারত-পাকিস্তান ও হিন্দু-মুসলিম সম্প্রীতিকে কেন্দ্র করে ইমোশনাল একটি ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ছবিটি পরিচালনা করেছেন বলিউডের অন্যতম নির্মাতা কবির খান। ছবিটিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং হারশালি মালহোত্রা।
অন্যদিকে ঐতিহাসিক কাহিনীকে সাঙ্গ করে বিজয়েন্দ্র প্রসাদ লিখেছেন ‘বাহুবলী’র কাহিনী, ছবিটি পরিচালনা করেছেন এস এস রাজামউলে। ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস ও রানা। এই ছবিটিও ইতিমধ্যে ভারতের আঞ্চলিক ছবি হিসেবে অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন