ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৫ তে প্রথম বারেরমত অংশ নিয়ে ১৮ দেশের মধ্যে পদক তালিকায় ৭ম হয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশ দল দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক জয় করে। তালকাতোরা ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহিলা মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেনী কুমিতে প্রথম রৌপ্য পায় বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় রৌপ্য আসে পুরুষ দলগত কাতায়। পুরুষ মাইনাস ৫০ কেজি ওজন শ্রেনী
কুমিতে প্রথম ব্রোঞ্জ ও পুরুষ মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেনী কুমিতে দ্বিতীয় ব্রোঞ্জসহ মোট ৪টি পদক পায় বাংলাদেশ দল।নয়াদিল্লী থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল জানান, আমরা এত বড় প্রতিযোগিতায় প্রথম বারেরমত অংশ নিয়ে ৪টি পদক পেয়েছে খুব ভালো লাগছে। কানাডা, অস্ট্রেলিয়া, তিউনিশিয়া, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় ১৮টি দেশের সাথে আমাদেও কারাতেকাররা লড়াই করে দেশের জন্য ৪টি মেডেল অর্জন করেছে। সব ক্যাটাগোরিতে খেলোয়াড় আনতে পারলে হয়তো আমরা স্বর্ণও পেতে পারতাম। যাই হোক সবার দোয়ায় আমরা ৪টি মেডেল পেয়েছি এজন্য সবারই ধন্যবাদ জানায়। বিশেষ করে ধন্যবাদ জানাই মিডিয়াকে তারা আমাদের ছেলে-মেয়েদের পদক পাওয়ার খবরটি গুরুতের সাথে প্রচার করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন