Ads (728x90)


আইফোন হাতে পেতে মরিয়া হয়ে, কেউ তাঁর কিডনি বেচে দিচ্ছেন, এমন ঘটনা অপরিচিত নয়। তবে, এবার আর অঙ্গ বেচার মতো চরম ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়বে না। জাস্ট স্পার্ম ডোনেট করলেই হল। পেয়ে যাবেন মনপসন্দ একটি আইফোন।
চায়নার প্রথমসারির সাংহাই হাসপাতালের সঙ্গে যুক্ত স্পার্মব্যাংক কর্তৃপক্ষ এমনটাই ঘোষণা করেছে। স্পার্ম দেওয়ার উপযুক্ত কোনও ব্যক্তি তা ডোনেট করলেই, দেওয়া হবে রোজ গ্লোল্ডের আইফোন। তবে, এই অফারে শর্ত আছে। স্পার্ম ডোনারের কাছে অবশ্যই চাইনিজ আইডেনটিটি কার্ড থাকতে হবে। জেনেটিক কোনও অসুখ থাকলে চলবে না। কমপক্ষে একটা কলেজ ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। শর্তের শেষ এখানেই নয়। আইফোন পেতে উচ্চতাও একটা ফ্যাক্টর। উচ্চতা হতে হবে
কমপক্ষে ১৬৫ সেন্টিমিটার।
যাঁরা এইসব শর্ত পূরণ করতে পারবেন, তাদের কাছ থেকে নেওয়া হবে ১৭মিলিলিটার স্পার্মের নমুনা সংগ্রহ করা হবে। এর পর, আরও ৪৮দিন অপেক্ষা করতে হবে। ওই নমুনা পরীক্ষার পর সবুজসংকেত এলে, তারপরই যে স্পার্ম দান করা যাবে, তা-ও নয়। কারণ, আর একটি স্বাস্থ্যপরীক্ষার সম্মুখীন হতে হবে। সেই পরীক্ষার পর ফার্টিলিটি স্ট্যাটাস দেখে, তবেই স্পার্ম সংগ্রহ করবে সংশ্লিষ্ট স্পার্মব্যাংক কর্তৃপক্ষ।
এই বিজ্ঞাপন দেখে আইফোনে পাগল কত ব্যক্তি স্পার্ম দেওয়ার জন্য আবেদন করেছেন, তা এখনও জানা যায়নি। তবে, দেখাদেখি চায়নার আরও একটি স্পার্মব্যাংকও এমন বিজ্ঞাপন দিতে শুরু করেছে।
সুত্রঃ Shanghaiist.com-

একটি মন্তব্য পোস্ট করুন