Ads (728x90)


প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দু'পক্ষের শুনানি শেষে হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সহায়তায় যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তদন্ত করে কেবল তাদের ফল বাতিল করা হবে। পরে বিষয়টি
আরো পড়ুনঃ মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীদের বিক্ষোভ।
তিনি সাংবাদিকদের জানান।এসময় তিনি সাংবাদিকদের বলেন, 'যেসব ছাত্র অসদুপায় অবলম্বন করেছে, তাদের ব্যাপারে পদক্ষেপ ডিপার্টমেন্ট নিতে পারে। ঢালাও অভিযোগে হাজার হাজার ছাত্রছাত্রী যারা পাশ করেছে, তাদের পরীক্ষা বাতিল হওয়ার প্রশ্ন আসে না।'

একটি মন্তব্য পোস্ট করুন