Ads (728x90)

বিশ্বের অনগ্রসর দেশগুলোতে বিনামূল্যের ইন্টারনেট সরবরাহ করছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়াকিং ওয়েবসাইট ফেসবুক। ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের মাধ্যমে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করছে ফেসবুক। এছাড়া লোকাল টেলিকম অপারেটরের মাধ্যমে বিনামূল্যে ফেসবুক ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতে কম দামে বিশেষ ওয়াইফাই নেটওয়ার্ক চালুর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।  ফেসবুকের মোবাইল অ্যান্ড গ্লোবাল অ্যাক্সেস পলিসির ভাইস প্রেসিডেন্ট
কেভিন মার্টিন সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ইকোনমিক কনভেশন ২০১৫ তে জানান, ভারতের জনগণকে ফেসবুকের ইন্টারনেট নেটওয়ার্কে সম্পৃক্ত করতে দেশটিতে বিশেষ ওয়াইফাই নেটওয়ার্ক চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। যাতে করে দেশটির বাসিন্দারা কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে। মার্টিন জানান, ফেসবুকের এই বিশেষ ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় ভিজিটকৃত ওয়েবসাইটে বিজ্ঞাপন ও ভিডিও প্রদর্শন করা হবে না। ফলে ব্যান্ডউইথও কম লাগবে। এতে ব্যবহারকারীদের ইন্টারনেট খরচও কমে যাবে। তবে কবে থেকে ভারতে ফেসবুকের বিশেষ ওয়াইফাই নেটওয়ার্ক চালু হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফেসবুক।

একটি মন্তব্য পোস্ট করুন