Ads (728x90)


স্বয়ংচালিত গাড়ির জগতে প্রথম পা ফেলেছে গুগল। গুঞ্জন শোনা যাচ্ছে অ্যাপলও নাকি স্বয়ংচালিত গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। নতুন খবর হলো স্বয়ংচালিত গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রে সড়কে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে হোন্ডা।  

টুহুইলার, ফোর হুইলার এমনকি উড়োজাহাজ তৈরি করে বেশ সুনাম কুড়িয়েছে হোন্ডা ইনকরপোরেশন। এবার তারা স্বয়ংচালিত গাড়ি উৎপাদন করতে যাচ্ছে। 
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, হোন্ডা স্বয়ংচালিত গাড়ির টেকনোলজি তৈরি করতে উঠে-পড়ে লেগেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ক্যালির্ফোনিয়ার  সড়কে স্বয়ংচালিত চালানোর জন্য অনুমতিও পেয়েছে। তবে হোন্ডা তাদের গাড়িতে স্বয়ংচালিত গাড়ির প্রযুক্তি ব্যবহার করবে না অন্য গাড়িতে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করবে সে বিষয়ে কিছু জানায়নি হোন্ডা। 

একটি মন্তব্য পোস্ট করুন