Ads (728x90)

স্যামসাং স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে বাজারে নকল ফোনে ছেয়ে গেছে। এতসব নকল ফোনের ভিড়ে কিভাবে চিনবেন আসল ফোন। প্রথমত স্যামসাংয়ের স্মার্টফোন কেনার ক্ষেত্রে স্যামসাংয়ের স্মার্টফোন ক্যাফে খুঁজে বের করুন। আপনার শহরের আনাচে-কানাচেই আছে স্যামসাং স্মার্টফোন বিক্রির অনুমোদিত ডিলার।

এসব ক্যাফে থেকে ফোন কিনলে প্রতারিত হওয়ার সুযোগ নেই। এছাড়া সোল এজেন্ট কিংবা খুচরা দোকানীদের কাছ থেকেও কিনতে পারেন স্যামসাং স্মার্টফোন। সে ক্ষেত্রে খুব সবাধানতা অবলম্বন করতে হবে। 
আসল পণ্যের ভিড়ে নকল পণ্য থাকবেই। কিন্তু এখন বাজারে সবচেয়ে বেশি নকল পণ্য দেখা যাচ্ছে ফোনে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নকল পণ্য হিসেবে বাজারে বিক্রি হয় স্যামসাংয়ের স্মাটফোন।
আসল বা নকলের তফাতটা খুঁজে বের করা খুব কঠিন। কেননা, আসল ফোনের সঙ্গে নকল ফোনে খুব একটা পার্থক্য নেই। কিন্তু চোখ, কান খোলা রাখলে সেই কঠিন কাজটা অনেক সহজ হয়ে যায়। 
ধরুন আপনি খোলা বাজার থেকে বা স্যামসংয়ের শো রুম ছাড়া অন্য কোনও জায়গা থেকে আপনার পছন্দের স্যামসাংয়ে সেট কিনলেন। কিন্তু বুঝতে পারছেন না সেটা আসল পণ্য কি না। সেজন্য এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে আসল ও নকল স্যামসাংয়ের স্মার্টফোন চিনতে। 

একটি মন্তব্য পোস্ট করুন