Ads (728x90)

29
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে তিনটি নতুন বিভাগ।
নতুন বিভাগগুলো হলো সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে মুদ্রণ ও প্রকাশনা শিক্ষা, জীববিজ্ঞান অনুষদের অধীনে জণস্বাস্থ্য বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ১৯২১ সালের ১ জুলাই তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। বর্তমানে নতুন চালুকৃত ‘ফলিত গণিত এবং কমউনিকেশন ডিসঅর্ডার’সহ ১৩টি অনুষদে বিভাগ আছে মোট ৭১টি। আবার নতুন করে তিনটি বিভাগ চালু করায় এই তিনটি বিভাগসহ মোট বিভাগ হলো ৭৪টি।

একটি মন্তব্য পোস্ট করুন