Ads (728x90)

7936_1টেকনাফ প্রতিনিধি ::::::
নারীর ক্ষমতায়ন, উপকূলীয় ঝুকির্পূণ জনগোষ্টীর মান উন্নয়ন, এইডস, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, ও নারীর অধিকার প্রতিষ্ঠায় একলাব নামে এনজিও সংস্থাটি কাজের অনুমতি পায়। তারই একটি প্রকল্প রেডিও নাফ ৯৯.২ এফএম। রেডিও নাফ ৯৯.২ এফএম ব্যবস্থাপন আমিনুল ইসলাম হুমায়ুনের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে এ সংস্থা নারীদের নিয়ে কাজ করার কথা বললেও মূলত নারীরাই হারাচ্ছে তাদের অধিকার। যৌন নিগ্রহের মত ঘটনা ঘটে চলছে নিরবে। বাধ্য হয়ে চাকুরী ছেড়ে চলে যাচ্ছে অনেকে। কিন্তু পার পেয়ে যাচ্ছে সে নরপশু হুমায়ুন। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠানটি অচিরেই বন্ধ হয়ে যাবে। টেকনাফ পৌরসভার প্রাণকেন্দ্রে পুরাতন পল্লান পাড়া এলাকায় নুর মহলে কমিউনিটি নাফ ৯৯.২ এফএম ভাড়াটিয়া অফিসটি। স্থানীয় প্রশাসনের কার্যক্রমের ফাঁকফোকরে এভাবে পার পেয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও অবাধ তথ্য বিনিময়ের সহায়ক শক্তি হিসাবে এ্যালায়ান্স ফর কো-অপারেশন লিগ্যাল এইড বাংলাদেশ(একলাব)সংস্থা। রেডিও নাফ টেকনাফে ২০১২সাল ২১ই এপ্রিল স্থাপিত হয়। পরবর্তীতে সরকারী অনুমোদন নিয়ে ২০১২ সালে ১লা জুলাই রেডিও নাফ ৯৯.২ এফএম পুরোদমে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটিতে শুরু থেকে আমিনুল ইসলাম ওরফে হুমায়ুন ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছে। কিন্তু ব্যবস্থাপনার চরম ত্রুটি ও ব্যার্থতার কারণে দেশের অন্য ১৬টি কমিউনিটি রেডিওর মধ্যে রেডিও নাফ ৯৯.২ এফএম সবচেয়ে বেশী পিছিয়ে আছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। অনুসন্ধানে আরো জানা গেছে (একলাব) প্রতিষ্ঠানটিতে শুরু থেকে অধিকাংশ নারী কর্মীরাই এইচআইভি এইডস নিয়ে কাজ করে আসছিল। কিন্তু কোন নারী কর্মী বেশীদিন টিকে থাকতে পারতেন না। তার কারণ হিসাবে জানা গেছে, ব্যবস্থাপক হুমায়ুনের দু:চরিত্রই মূল কারণ। প্রত্যক্ষদর্শী জানান “দ” অধ্যাক্ষরে এক বিধবা নারী মাঠকর্মীর সাথে ছিল অবৈধ সম্পর্ক । পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে চাপ প্রয়োগ করলে মেয়েটিকে চাকুরীচ্যুত করা হয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দা ফরিদ আহমদ জানান, শুরু থেকে লক্ষ্য করে আসছি ব্যবস্থাপক হুমায়ুন বিভিন্ন সময়, বিভিন্ন নারী পুরুষ এনে অফিসের গেষ্ট রুমে অকাজ কর্ম করত।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী কর্মী জানান, বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর মানুষজন অফিসে নিয়ে এসে মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিত। পরবর্তীতে ঐ সমস্ত লোকগুলো সময়ে অসময়ে ফোন করে বাজে কথা বলত এবং বিরক্ত করত। এসব বিষয়ে প্রতিবাদ করলে উক্ত ম্যানেজার কর্মচারীদের চাকুরীচ্যুত করার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রর্দশন করে। এদিকে সমস্যায় জর্জরিত এ প্রতিষ্ঠানের ম্যানেজারের চরম দূর্ব্যবহারের কারণে কোন কর্মচারী বেশীদিন টিকতে পারে না। অত্র প্রতিষ্ঠানের ফেলোশিপ নুনুখাই রাখাইনের পরিবার সূত্রে জানা যায়, হুমায়ুন প্রায় সময় তাকে বিভিন্নভাবে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিত। একদিন দুপুরে অফিসে কেউ না থাকার সুযোগে সে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা চালায়। তা তার পরিবারকে জানালে তাকে অফিসে যাওয়া বন্ধ করে দেয়। এখই অভিযোগ অত্র প্রতিষ্ঠানের সিনিয়র প্রোগ্রামার হ্লাহ্লাই রাখাইনের। রেডিও নাফের একাউন্টেন্ট জাহাঙ্গীর জানান, সময়ে অসময়ে বিভিন্ন বাহনায় ব্যবস্থাপক হুমায়ুন তার কাজ থেকে হিসাব বহির্ভূত টাকার চাহিদা করত। এইসব কারণে অতিষ্ঠ হয়ে সে চাকুরী ছেড়ে চলে গেছেন। সর্বশেষ তার উৎপাত সহ্য করতে না পেরে ছয় জনের স্বাক্ষরিত একটি যৌন হয়রানির অভিযোগ (একলাব) ই ডি ছৈয়দ তরিকুল ইসলাম বরাবরে প্রেরণ করা হলে তার কোন সমাধান হয়নি। ব্যবস্থাপক হুমায়ুন ইডির আপন ভাগিনা হিসেবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তার ছায়াসঙ্গী সাইফুদ্দিন মোহাম্মদ মামুন বিরুদ্ধেও ইডির কাছে অভিযোগ রয়েছে। মামুনকে চাকুরীচ্যুত করা হয়।
স্থানীয় প্রভাবশালীদের পরিচয়ে মোবাইল ফোনে হুমকি দিয়ে আবার কর্মস্থলে যোগদান করে বহাল তবিয়তে আছে। বিশস্থ সূত্রে জান গেছে, এ যৌন নিপীড়নের বিষয়ে তার দাম্পত্য জীবনে কলহ চলে আসছে। এসব কারণে কোন বাসায় স্থায়ীভাবে থাকতে পারে না।
এই ব্যাপারে রেডিও নাফ ৯৯.২ এফএম এর ব্যবস্থাপক আমিনুল ইসলাম ওরফে হুমায়ুনের কাছে ফোনে জানতে চাওয়া হলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি বরং ফোন কেটে দেন।
সচেতন মহলের মতে এভাবে চলতে থাকলে অত্র প্রতিষ্ঠানটি অচিরেই বন্ধ হয়ে যাবে বলে অভিমত অনেকের। তাই এলাকার সচেতন মহলের দাবী অনতিবিলম্বে এইসব বিষয়ে প্রশাসনিক তদন্ত ঠিম গঠন করে সঠিক সুরাহা করা জরুরী।
অপরদিকে অনিয়ম, দূনীর্তি ও সেচ্ছাচারিতা করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন প্রশিক্ষনে তার শ্যালিকা ও স্ত্রীকে অংশগ্রহণ করে
অংকের ভাগ বাসায়। অফিসের কোন কাজ তোয়াক্কা না করে ভূয়া ফরমেটে কাগজে -কলমে বিল তৈরী করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন