Ads (728x90)

অতিরিক্ত ডায়েট করতে গিয়ে এখন মৃত্যুর মুখে অভিনেত্রী ! (ভিডিওসহ)
তাকে দেখলে মনে হয় যেন ভয়ানক জীবন্ত কঙ্কাল। কারও সাহায্য ছাড়া এক পা ও চলতে পারেন না। ঘুমাতে গেলে হাড় বিঁধে সৃষ্টি হয় শরীরে অসহ্য যন্ত্রণা। কিছু মুখে দিলেই বমি করে রাচায়েল। শরীরের প্রত্যেকটি হাড়পাঁজর গোনা যায়। হৃদস্পন্দন বাইরে থেকে দেখা যায়। কয়েক বছর আগেও অভিনয় ও মডেলিংই ছিল রাচায়েলের পেশা। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর এখন করুণ দশা। তার ওজন মাত্র ১৮ কেজি। জিরো ফিগারের অধিকারী হতে গিয়ে এখন মৃত্যুমুখে পতিত হলেন এই লাস্যময়ী অভিনেত্রী। বাঁচার আশায় সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার জন্য চেয়েছেন অর্থ সাহায্য।
Rachael_farrokh 3Rachael-Farrokh 2
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রাচায়েল ফারকের শেষ আর্তি, ‘আমার নাম রাচায়েল। আমি আপনার সাহায্য চাই। আপনার সাহায্য আমাদের খুব প্রয়োজন।’ শরীরে যাতে একটুও মেদ না থাকে, তাই শুরু করেছিলেন ডায়েট। খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। না খাওয়াই শেষ পর্যন্ত কাল হয় রাচায়েলের জীবনে। এক দশকেরও বেশি সময় অতিবাহিত। দিনের পর দিন না খেয়ে, এখন আর কিছুই খেতে পারেন না প্রাক্তন এই অভিনেত্রী। ফলে এখন তিনি অ্যানোরেক্সিয়া রোগে আক্রান্ত। শরীরের ওজন এতটাই কম যে, দেশের কোনও হাসাপাতাল তাকে ভর্তি নিতে চাইছে না।
Rachael_farrokh_63
চিকিৎসা নেওয়ার মতো শক্তি নেই শরীরে তার।  চিকিৎসকরা জানিয়েছেন, না খেয়ে রাচায়েলের কিডনি, লিভার প্রায় নষ্ট হয়ে গিয়েছে। হার্টের অবস্থাও শোচনীয়। যে কোনো সময় স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। চিকিৎসার বিপুল খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ায় আবেদনের পাশাপাশি GoFundMe নামে একটি পেজও ছবি তৈরি করেছেন রাচায়েল ও তাঁর স্বামী। সেই পেজেই বিশ্ববাসীর কাছে তাঁদের আর্জি, কিছু অর্থ সাহায্য করে অন্তত জীবনটা বাঁচাতে। লেটেস্টবিডিনিউজ.কম/এইচএ
ভিডিও দেখতে নিচের অপশনটিতে বা লিঙ্কটিতে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন