Ads (728x90)

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রশ্ন ফাঁসের সব তথ্য-প্রমাণ বড় পর্দার (প্রজেক্টর) মাধ্যমে প্রদর্শনের ঘোষণা দিয়েছে।
শুক্রবার বেলা ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে শনিবারের কর্মসূচির অংশ হিসেবে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।
তিনি জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একত্র হওয়ার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হবে। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবের প্রেস কনফারেন্স করে বড় পর্দার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সব তথ্য প্রমাণ তুলে ধরবে প্রতিনিধিদলটি। এরপর তাদের কাছে থাকা প্রশ্নপত্র ফাঁসের প্রমাণাদি দেশের সব গণমাধ্যমে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন