এবার বিপিএল মাতাবেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। আশ্চর্য হলেও সত্য যে বিপিএল ঠিক ই মাতাচ্ছেন আসিফ! তবে তার সুরালো কন্ঠ দিয়ে। মানে এবারের বিপিএল এ আসিফেরএকক ২টি থিম সং থাকছে । বলতে গেলে, শিল্পী আসিফ আকবর এর আসল শুরুটা হয় ২০০১সালে, ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম হিট হবার পর পুরো অডিও ইন্ডাষ্ট্রি জুড়ে একক রাজত্ব ছিল তার । একের পর এক হিট হওয়া অ্যালবাম উপহার দিয়েছেন শ্রোতাদের । ভারতীয় ওপার বাংলা সঙ্গীতের আমদানি এপার বাংলা থেকে একাই ফিরিয়ে দিয়েছিলেন । এবারেও তার ব্যতিক্রম নয় । বিপিএলেও একমাত্র শিল্পী হিসেবে দুটি দুলের দুই থিম সং গেয়ে নিজের অনন্যতার প্রমান দিয়েছেন আবারও। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তদের উল্লাসও কম নয়। এবার স্টেডিয়ামেও তার একক রাজত্ব থাকবে তার ভক্তদেরও।উল্লেখ্য, বেশ বেশ সাবাশ বাংলাদেশ ; আসিফ আকবর এর গানটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের থিম সং। এ গানটিকে অনেকেই ক্রিকেটের জাতীয় সংগীত হিসেবে তুলনা করেন । বিপিএল এর যে দলগুলোর থিমসং এ মাতাবেন,দলগুলো হল: ১.বরিশাল বুল’স এবং ২.কুমিল্লা ভিক্টোরিয়ান’স।
একটি মন্তব্য পোস্ট করুন