এখন ২০১৫ সাল। বলতে গেলে সাইবার জগতে মানুষ এক দশক কাটিয়ে ফেলেছে। বিশ্ব অন্তর্জালে বিচরণ এখন ছেলেখেলা ব্যাপার। সুতরাং ধরেই নেয়া যায় এই জগৎ সম্পর্কে মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো আসলে তা নয়। বিশেষ করে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাসওয়ার্ড। এই জায়গাটাতেই মানুষ এখনো কতোটা আনাড়ি অথবা অসচেতন তা দেখলে নিজেকে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান বলে মনে হবে! দেখুন ২০১৪ সালের সবচেয়ে জনপ্রিয় ২৫টি পাসওয়ার্ড। তারপর বলুন কথাটা সত্যি কি না।
Source: ShutterStock |
এই তথ্য দিয়েছে SplashData নামে একটি প্রতিষ্ঠান। এরা প্রতিবছর চুরি যাওয়া লাখ লাখ পাসওয়ার্ড সংকলিত করে সেগুলোর জনপ্রিয়তার ভিত্তিতে বাছাই করে। ২০১৪ সালের এমন জনপ্রিয়তম ২৫টি পাসওয়ার্ড:
১. 123456 (অপরিবর্তিত)
২. password (অপরিবর্তিত)
৩. 12345 (এভাবে ১৭ পর্যন্ত)
৪. 12345678 (১ এর নিচে)
৫. qwerty (১ এর নিচে)
৬. 123456789 (অপরিবর্তিত)
৭. 1234 (৯ পর্যন্ত)
৮. baseball (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
৯. dragon (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১০. football (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১১. 1234567 (চারটিতে ঠেকেছিল)
১২. monkey (৫ পর্যন্ত)
১৩. letmein (১ যোগ)
১৪. abc123 (৯ এর নিচে পর্যন্ত)
১৫. 111111 (৮ এর নিচে পর্যন্ত)
১৬. mustang (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১৭. access (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১৮. shadow (অপরিবর্তিত)
১৯. master (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২০. michael (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২১. superman (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২২. 696969 (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২৩. 123123 (১২ এর নিচে)
২৪. batman (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২৫. trustno1 (১ এর নিচে)
২. password (অপরিবর্তিত)
৩. 12345 (এভাবে ১৭ পর্যন্ত)
৪. 12345678 (১ এর নিচে)
৫. qwerty (১ এর নিচে)
৬. 123456789 (অপরিবর্তিত)
৭. 1234 (৯ পর্যন্ত)
৮. baseball (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
৯. dragon (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১০. football (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১১. 1234567 (চারটিতে ঠেকেছিল)
১২. monkey (৫ পর্যন্ত)
১৩. letmein (১ যোগ)
১৪. abc123 (৯ এর নিচে পর্যন্ত)
১৫. 111111 (৮ এর নিচে পর্যন্ত)
১৬. mustang (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১৭. access (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
১৮. shadow (অপরিবর্তিত)
১৯. master (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২০. michael (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২১. superman (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২২. 696969 (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২৩. 123123 (১২ এর নিচে)
২৪. batman (নতুন করে দেয়া পাসওয়ার্ড)
২৫. trustno1 (১ এর নিচে)
এই হলো পাসওয়ার্ডের হাল। অথচ মানুষ বোঝে না তার জীবনের কতো গুরুত্বপূর্ণ তথ্যে রক্ষাকর্তা এই পাসওয়ার্ড। পাসওয়ার্ড দুর্বল হলে তার অজান্তেই চুরি হয়ে যেতে পারে তার অত্যন্ত প্রয়োজনীয় তথ্য, এমনকি ধ্বংস হয়ে যেতে পারে ক্যারিয়ার, জীবনের হুমকিও আসতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন