Ads (728x90)

কারিগরি শিক্ষাকে আরও ছড়িয়ে দেয়ার জন্য সরকারের উদ্যোগের সঙ্গে বেসরকারি উদ্যেক্তাদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি। পাশাপাশি শিক্ষার মানকে আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন মন্ত্রী।

শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রাইভেট পলিটেকনিক এসআইএমটি’র জব প্লেসমেন্ট উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। যার ফলশ্রুতিতে সরকারসহ বেসরকারি পর্যায়েও অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। এখন দরকার এ শিক্ষাকে একেবারে গ্রামগঞ্জে ছড়িয়ে দেয়া। পাশাপাশি কর্মমূখী এ শিক্ষার মান যেন প্রশ্নবিদ্ধ না হয়, এরদিকে নজর রাখতে হবে।
তিনি বলেন, হাতে কলমে কাজ শিখলে শুধু বিদেশে নয়, দেশেও চাকরির অনেক সুযোগ আছে। সুযোগ রয়েছে আত্মকর্মসংস্থানেরও।
শিক্ষামন্ত্রী সাইক ইনস্টিটিউটের Job Placement এর ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমার জানামতে এই একটি ইনস্টিটিউট Job Placement Cell এর মাধ্যমে তার পাস করা ছাত্র/ছাত্রীদের চাকরি নিশ্চিত করছে। যা সত্যি প্রশংসার দাবিদার। এভাবে অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়ার সভাপতিত্বে এ আয়োজনে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. ইমরান ও সাইক পলিটেকনিকের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেলী ইয়াছমিন।
অনুষ্ঠানে ১২টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে এসআইএমটির সমঝোতা স্মারক সই হয়। এ চুক্তির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাইক পলিটেকনিকের উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংসহ চাকরির দায়িত্ব নেবে।
পরে শিক্ষামন্ত্রী অন্যান্য অতিথিদের নিয়ে উৎসব উপলক্ষে প্রকাশিত বিশেষ স্যুভেনিরের মোড়ক উম্মোচন করেন। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন