আজ থেকে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে গণপরিবহনের নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।
গত ১ অক্টোবর থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও মূলত আজ থেকে সব গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। তবে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক ফেডারেশনের দাবি, সরকার প্রতি কিলোমিটারে ১ দশমিক ৭ টাকা ভাড়া বাড়ালেও তারা যাত্রীদের কাছ থেকে ১ টাকা করে বেশি রাখছেন।
তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা সব সময় নজরদারিতে রাখা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন