Ads (728x90)

প্রতিদিন অন্তত ২ মিনিট হাসুনঃ ০২
হাসি- আমাদেরকে সুস্থ সবল ও কাজের প্রতি মনযোগী করে তোলে। আর তাই আমাদের এই আয়োজনে আছে আপনাকে হাসানোর জন্য একটু ছোট্ট প্রয়াস।
১।
●মন্টু জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশ টাকার নোট ছাপিয়ে ফেলে। এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দিতে মন চায়...???
শত হলেও তিনশ টাকা।
এক মুদি দোকানে গিয়ে বললো,
"ভাই ৩০০ টাকার নোট ভাঙতি হবে..??"
দোকানদার মৃদু হেসে বললো,
"ভাই, হবে।" এই বলে দোকানদার ৩০০ টাকার নোট
ভাঙতি করে দিলো।
আর মন্টুও বেশ তাড়াহুড়া করে ভাঙতি টাকা গুলো পকেটে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলো।
বাসায় এসে মনে মনে বলছে, বলদ
দেখছি জীবনে অনেক, এই মুদি দোকানদারের মতো আবাল
বলদতো দেখি নাই কোনদিন। ৩০০ টাকার নোট দিলো ভাঙতি। এই বলে হাসতে হাসতে পকেট থেকে ভাঙতি টাকা গুলো বের করে দেখে,
.
৪টা ৭৫ টাকার নোট। 

২। 
এক ইঞ্জিনিয়ারিং আর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, দুজনের মধ্যে তর্ক হচ্ছিলো যে কার ছাত্রদের সাহস বেশী।
মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন।
ছাত্ররা কোনও প্রশ্ন না করে সোজা ঝাঁপ মেরে দিলো। প্রিন্সিপাল ঘুরে তাঁর বন্ধুকে বললেন, "দেখলে, আমার ছাত্রদের সাহস কতো খানি..?"
ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালও তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ
মারতে বললেন।
ছাত্ররা সমুদ্রের দিকে একবার তাকিয়ে বললো.... "হারামির বাচ্ছা, তুই কি আমাদেরকে তোর মত পাগল ভেবেছেন নাকি..?"
ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল এবার তাঁর বন্ধুকে বললেন, "দেখলে, আমার ছাত্রদের সাহস...

৩। 

৪।
এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন, সিগারেটের অপকারিতা সর্ম্পকে বুঝানোর জন্য।

প্রথমে তিনি একটি কাঁচের জারে
সিগারেটের ধোঁয়া ঢুকালেন।
তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়ে দিলেন।
কিছুক্ষণ পর পোকাটি মারা গেল।
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য
করে বললেন---"এ থেকে আপনারা কি শিখলেন..?"
এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো---"এ থেকে আমরা শিখলাম,
.
.
সিগারেট খেলে পেটের সব পোকা মাকড় মারা যায়। 

৫। 
শিক্ষক বল্টুকে ইংরেজিতে 1-10 পর্যন্ত বলতে বলল।
বল্টু : 1,2,3,4,6,7,8,9,10.
শিক্ষক : 5 কোথায় ???
বল্টু : স্যার 5 মারা গেছে।
শিক্ষক : কীভাবে...???
বল্টু :স্যার কালকে ইংরেজি খবর এ শুনলাম,
.
5 died in a car accident.


একটি মন্তব্য পোস্ট করুন