দুঙ্গার শিষ্যরা। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল সঠিকভাবে ডিফেন্ডার বল ধরতে না পারলে বল পেয়ে যান হাল্ক। দারুণ শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই স্ট্রাইকার। এরপর ১৬ মিনিটে লুকাস লিমার কাছ থেকে বল পেয়ে বারে দারুণ শট করেন ফার্নানদিনহো। কিন্তু তার শট দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দেন গোলরক্ষক পেট্রিক পেম্বেরটন। ৫৪ মিনিটে হাল্কের কাছ থেকে বল পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শট নিয়েছিলেন ডগলাস কস্তা। তবে তার শট বারপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। ৫৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ শটে বল জালে জড়ান কোস্টারিকার ব্রায়ান রুইস। কিন্তু অফ সাইডের কারণে তা বাদ হয়ে যায়। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে অফসাইডে ছিলেন না এই স্ট্রাইকার। খেলার ৮১ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে মাঠে নামান দুঙ্গা। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
অবশেষে জয় পেল ব্রাজিল
দুঙ্গার শিষ্যরা। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল সঠিকভাবে ডিফেন্ডার বল ধরতে না পারলে বল পেয়ে যান হাল্ক। দারুণ শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই স্ট্রাইকার। এরপর ১৬ মিনিটে লুকাস লিমার কাছ থেকে বল পেয়ে বারে দারুণ শট করেন ফার্নানদিনহো। কিন্তু তার শট দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দেন গোলরক্ষক পেট্রিক পেম্বেরটন। ৫৪ মিনিটে হাল্কের কাছ থেকে বল পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শট নিয়েছিলেন ডগলাস কস্তা। তবে তার শট বারপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। ৫৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ শটে বল জালে জড়ান কোস্টারিকার ব্রায়ান রুইস। কিন্তু অফ সাইডের কারণে তা বাদ হয়ে যায়। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে অফসাইডে ছিলেন না এই স্ট্রাইকার। খেলার ৮১ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে মাঠে নামান দুঙ্গা। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
একটি মন্তব্য পোস্ট করুন