Ads (728x90)


শুরু হলো ‘বাংলাদেশ ইন্টারনেট সাপ্তাহ-২০১৫’। সপ্তাহ সফল করতে ব্যস্ত আয়োজকরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ভারপ্রাপ্ত সভাপতি ও ইন্টারনেট উইকের আহ্বায়ক রাসেল টি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্বোধনী দিন শনিবার রাত ৮ টায় রাজধানীর বনানী সোসাইটি মাঠে ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে ‘মিট দ্য ইয়থ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইন্টারনেট ভিত্তিক ওই প্রশ্নাত্তর অনুষ্ঠান শেষে শূন্য ব্র্যান্ডের গান ও ডিজে পরিবেশের আযোজন থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত  থাকবেন- বেসিসে’র সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আমজানসহ অন্যান্য কর্মকর্তারা।
দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পণ্য ও সেবার মান প্রসারে দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি ‘গ্রামীণফোন’ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেটে ৩টি বড় এক্সপোসহ সারা দেশে ৪৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উৎসব পালিত হচ্ছে।
দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পন্য ও সেবার মান প্রসারে উৎসব বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

একটি মন্তব্য পোস্ট করুন