ঈদের ছুটি শেষ। দেশের বিভিন্ন স্থান থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আবার যারা প্রিয়জনদের সাথে ঈদ করতে পারেননি তাদের অনেকেই কাছের মানুষের সাথে কিছুটা সময় কাটাতে যাচ্ছেন বাড়ি।
চট্টগ্রাম: রোববার ভোর থেকেই যাত্রীদের ভিড় বাড়তে থাকে চট্টগ্রাম রেলস্টেশনে। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নাড়ীর টানে প্রিয়জনের সাথে ঈদ করতে এসেছিলেন তারা সবাই ফিরে যাচ্ছেন আবার নিজ নিজ কর্মস্থলে। সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, চাঁদপুর ও সিলেটের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায় বেশকটি ট্রেন।
রাজশাহী: রাজশাহী থেকেও বেশ কয়েকটি স্থানের উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি ট্রেন। এসব ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। তবে রাজশাহী রেলস্টেশনে সকাল ৯টা থেকে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন অসংখ্য যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট না পাবার অভিযোগ করেছেন অনেকে।
খুলনা: রোববার ভোর ৫টা থেকে খুলনার রয়েল মোড় ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যায় দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে। এসময় সবগুলো বাসের যাত্রীদের ভিড় দেখা যায়।বরিশাল: বরিশাল থেকে রাজধানীমুখী সড়ক পথে যাত্রী সংখ্যা ছিলো তুলনামূলক কম। তবে ফিরতি পথে লঞ্চগুলোর প্রায় সব টিকিট অগ্রিম বুকিং করা হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
ময়মনসিংহ: ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডের গেটলক সার্ভিস কাউন্টারে সকাল থেকেই ছিলো যাত্রীদের উপচে পরা ভিড়। অনেককেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। এদিকে আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরো বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা।
এছাড়া সিলেট, ফেনী, নীলফামারী থেকেও ঢাকাসহ আরও বেশ কয়েকটি স্থানের উদ্দেশ্যে বাস ও ট্রেন ছেড়ে গেছে।
এদিকে, ঈদের তৃতীয় দিনে বাস ও ট্রেনের টিকিটের সংকট দেখা যায় অনেক জায়গায়। আর একারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান যাত্রীরা।
একটি মন্তব্য পোস্ট করুন