Ads (728x90)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে, রংপুর রাইডার্সের খেলোয়াড়দের বকেয়া অর্থ পরিশোধ করবে
দলটির ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ বিপিএল-এ দেশি ও বিদেশি ক্রিকেটারদের পাওনা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চইজিগুলো। পরে বিসিবি'ই দায়িত্ব নেয় খেলোয়াড়দের বকেয়া পরিশোধের।  পূর্ব-ঘোষণা অনুযায়ী রোববার ক্রিকেট বোর্ডে জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিক ও তামিমের হাতে চেক তুলে দেন বিপিএল-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এ সময় জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিসিবি'র প্রধান নির্বাহীসহ বোর্ড পরিচালকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মোট ৭৫ জন ক্রিকেটারকে প্রায় আড়াই কোটি টাকা পরিশোধ করেছে বিসিবি।

একটি মন্তব্য পোস্ট করুন