Ads (728x90)


রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ। যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় এ হরতালের ডাক দেয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরের উপজেলা আওয়ামীলীগ আরও বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে।
গত শুক্রবার উপজেলার চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ সভায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামকে যুবলীগের অপর একটি গ্রুপ কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস সড়ক এলাকায় দলীয় নেতা কর্মীরা নিহতের লাশ নিয়ে মিছিল ও সড়ক অবরোধ করে।
অবরোধের ফলে ওই সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে নেতা কর্মীরা কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা করে।
ওই প্রতিবাদ সভায় আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল আহবান করেছে।এ সময় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাছেল, এ্যডভোকেট বেলায়েত হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রানা, উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া প্রমুখ।
পরে ওই সভায় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রানা রোববার অর্ধদিবস হরতালের ঘোষণা দেন।
পরে কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টার দিকে নিহতের নামাজে জানাজা শেষে চাপাইর গ্রামে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে পুলিশ যুবলীগ নেতা হত্যা কাণ্ডের ঘটনায় গত রাতেই সোহেল ও হোসেন নামে দুইজনকে আটক এবং (ঢাকা মেট্রো-গ-৩৭-৮৪০৫) নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করেছেন

একটি মন্তব্য পোস্ট করুন