রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘১৯০৯ সালে হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়ে ১৯১৫ সালে নির্মাণ কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু বর্তমান সরকার ছাড়া বিগত কোনো সরকার এ ব্রিজটির সংস্কার করেনি। কিন্তু বর্তমান সরকার ব্রিজটি সংস্কার করে এবং সারাদেশের সব জেলায় রেল নেটওয়ার্কের আওতায় আনার প্রকল্প হাতে নিয়েছে।’শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি’ উপলক্ষে জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারিং আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন এ ব্রিজের ব্যাপক ক্ষতি হয়। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের আমলে হার্ডিঞ্জ ব্রিজের সংস্কার করা হয়। এরপর এরশার ও বিএনপি-জামায়াত সরকার কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি।’ মন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেল সেক্টরে গুরুত্ব দেয় এবং হার্ডিঞ্জ ব্রিজের সংস্কারে উদ্যোগ নেয়ার কারণেই ব্রিজটি আজ শতবর্ষ অতিক্রম করেছে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেষ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় রেলওয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে রেলওয়ের ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সারাদেশে সব জেলায় রেল নেটওয়ার্কের আওতায় আনার প্রকল্পও হাতে নেয়া হয়েছে।’ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু সাহে মো. নুরুজ্জামান, টোকিও মেট্টোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক ড. কে নোমানি প্রমুখ বক্তব্য দেন।
একটি মন্তব্য পোস্ট করুন