Ads (728x90)

বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচারিত ও জনপ্রিয় বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার থেকে আন্তর্জাতিক ও দেশীয় কোম্পানিগুলো বিজ্ঞাপন প্রত্যাহার করে নিচ্ছে বলে শোনা যাচ্ছে। সরকারের একটি বিশেষ মহলের চাপে প্রতিষ্ঠানগুলো তাদের সব ধরনের বিজ্ঞাপন এ দুটি পত্রিকা থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এমনটি জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক সাপ্তাহিক আজকাল। তাদের সূত্র উল্লেখ করে খবর করেছে কানাডা ভিত্তিক বাংলা সাপ্তাহিক নতুন বার্তা।



খবর সত্যি হলে বন্ধ হয়ে যেতে এদুটো প্রভাবশালী দৈনিক। কিংবা তাদের কার্য্ক্রম সংক্ষিপ্ত করতে হবে। আজকালের রিপোর্টে বলা হয়েছে, গত চারদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রথম আলো এবং ডেইলি স্টারে ফোন করে বলা হচ্ছে, তাদের বিজ্ঞাপন এখন থেকে আর পত্রিকা দুটিতে প্রচারিত হবে না। বহুজাতিক ও দেশিয় এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টেলিফোন কোম্পানি, বেসরকারি ব্যাংক ও বিশ্ববিদ্যালয়, রিয়েল এস্টেট ও প্রসাধনী কোম্পানি। গত বুধবার একদিনেই প্রথম আলো থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে ৯৬ লক্ষ টাকার বিজ্ঞাপন।
এ বিষয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাপ্তাহিক আজকালকে বলেন, ‘আমরা চারদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন পাচ্ছি। তারা আমাদেরকে যেসব বিজ্ঞাপন প্রচারের জন্য দিয়েছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছে।’ এ ঘটনার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শুনেছি মহল বিশেষের চাপে বহুজাতিক ও দেশিয় প্রতিষ্ঠানগুলো প্রথম আলো ও ডেইলি স্টার থেকে বিজ্ঞাপন তুলে নিচ্ছে।’
বাংলাদেশের ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেড থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি প্রকাশিত হয়। প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। প্রকাশের পর থেকেই বিভিন্ন সরকারের সময় পত্রিকা দুটিকে এগোতে হয়েছে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবচেয়ে বেশি চাপে ছিল প্রথম আলো ও ডেইলি স্টার।

একটি মন্তব্য পোস্ট করুন