Ads (728x90)

কক্সবাজারের চকরিয়ায় নতুন বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। গতকাল দুপুর তিনটার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ডলনপীর মাজার সংলগ্ন নলবিলা এলাকায় হাঁটু পরিমান পানিতে জাল ফেললে মাছটি আটকা পড়ে।
গতকাল নলবিলা এলাকার শফি আহমদের পুত্র সোহেল (১২) শখের বশে নলবিলা হাঁটু পানিতে মাছ ধরতে গেলে মাছটি জালে আটকা পড়ে। মাছটির ওজন আনুমানিক সাড়ে ৩শ গ্রাম।এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ার পর জানাজানি হলে মাছটি এক নজর দেখার জন্য এলাকায় লোকজনের ভীড় জমে যায়।

স্থানীয় জেলে হাফেজ আহমদ জনান, আমি দীর্ঘদিন ধরে সমুদ্রে মাছ ধরলেও এধরনের মাছ কোন সময় দেখিনি। চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, এ ধরনের মাছ বিরল। এই মাছ সাধারণত সমুদ্র ছাড়া অন্য কোথাও থাকার কথা নয়। তারপরও হাঁটু পানিতে মাছটি কিভাবে আসল তা ভাবার বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন