টানা ও ভারী বর্ষণে বান্দরবানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু নিহত ও ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বান্দরবান জেলা শহরের নিউগুলশান এলাকায় পাহাড় ধ্বসে দীন ইসলামের বাড়ী মাটি চাপা পড়ে। দীন ইসলামের আড়াই বছরের শিশু সাজিদ হোসেন ঘটনাস্থলে মারা যায়। এসময় মাটি চাপা পড়ে দীন ইসলামের শাশুড়ী শৈ মে মারমা (৫০)। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে আহত শৈ মে মারমাকে উদ্ধার করতে গিয়ে মিনু বেগমসহ ২জন আহত হয়। ঘটনাস্থল পরিদর্শণ করে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, জেলার ৭ উপজেলায় ভারী বর্ষনের কারণে পাহাড়ের পাদদেশে ঝুকিপুর্ণ অবস্থায় বসবাসরতদের সরে যেত মাইকিং করা হচ্ছে । প্রশাসনের উদ্যোগেও ঝুকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হচ্ছে।
অপরদিকে ভারী বর্ষণ অব্যহত থাকায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ২দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েকশ বাড়ীঘর ও ফসলী জমি তলিয়ে যায়। গত ২ মাসের মাথায় পর পর ৪ বারের বন্যায় সাধারণ মানুষের চরম দুর্ভোগের পাশাপাশি আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পাহাড়ী ঢলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। লোকজন বিভিন্ন স্কুলে আশ্রয় নিতে শুরু করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন