Ads (728x90)

আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন শীর্ষ নেতা বলে জানিয়েছে পুলিশ। মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন নামের ৩২ বছর বয়সী ওই যুবককে শনিবার রাতে ঢাকার মধ্যবাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 
ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক ডাকাতির সময় সুমন রাইফেল হাতে নেতৃত্বে ছিল। সে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা।”

গত ২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে ডাকাতরা।
তারা বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতদের গুলি ও বোমায় আরও চারজন নিহত হন।
জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটর সাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন একজন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর হাসপাতালে মারা যান।
নাজমুল হাসান জানান, ওই ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, পরে সংবাদ সম্মেলন করে সুমনের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন