Ads (728x90)

দারুণ খবর! নতুন রুপে বাজারে এলো ইয়ামাহা আর১৫। ইয়ামাহার জনপ্রিয় এই বাইকটির দ্বিতীয় ভার্সন ছিল ওয়াইজেডএফ-আর১৫ ভার্সন ২.০। এবার এটাকে আরও খানিকটা মডিফাই করে নাম দেয়া হলো আর ১৫ এস। ভারতীয় ইয়ামাহা জানিয়েছে, আর১৫ এর জনপ্রিয়তার কারণে প্রথম ভার্সনের বাইকটি বাজারে ছাড়া হয়েছে। তবে এতে যোগ হয়েছে নতুন বডি গ্রাফিক্স এবং এক্সেসরিজ। আর ১৬ এসে নতুন
অ্যালয় হুইল বসানো হয়েছে।  সিটকভারেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া এটি এক্সজস্ট পাইপেও বৈচিত্র্য এসেছে। বাইকের বাদবাকি অংশ আগের মতই আছে। ওয়াইজেডএফ আর১৫ ভার্সন ২.০ এবং আর১৫ এসের সঙ্গে কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটা চোখে পড়ে আয়তনে। আর ১৫ এস আগের ভার্সনের চেয়ে আর১৫ এর স্যাডল ১০ মিলিমিটার ছোট। এছাড়া নতুন ভার্সনের ওজন ভার্সন ২.০ এর চেয়ে ৫ কেজি কম। আর ১৫ এসের হুইলব্যাস ভার্সন ২.০ এর চেয়ে ৫৫ মিলিমিটার কম। ইঞ্জিনের পাওয়ার একই আছে। বাইকটিতে আছে ১৪৯.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড লিকুইড কুলড ইঞ্জিন। এটিতে ৬স্পিড গিয়ার বক্স রয়েছে। ইঞ্জিনে ঘুর্ণন গতি ১৭বিএইচপি@১৫ এনএম। 

একটি মন্তব্য পোস্ট করুন