Ads (728x90)

শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। এ সময় এমবিবিএস ও বিডিএস পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানানো হয়।
সিলেট: শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুনসহ মেডিকেল কলেজে ভর্তিচ্ছুরা অংশ নেন। এ সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে আবারো পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

বরিশাল: বরিশালে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
ময়মনসিংহ: একই দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে অবিলম্বে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়।
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় রাত ১০টার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন