বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৪শ' কোটি টাকা লেনদেন হয়, আর এ পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে।সোমবার রাজধানীর একটি হোটেলে 'মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ' বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে মোবাইল ব্যাংকিংয়ের সেবার মান বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। এতে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মোবাইল ব্যাংকিংয়ের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আরো বেশি ব্যাংককে এ সেবার আওতায় আনার বিষয়ে করণীয় নিয়েও আলোচনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন