Ads (728x90)


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
গত ১৮ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বমোট ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীর রোল নম্বর এবং কলেজের নাম অনুযায়ী ফলাফল পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট এবং এক্সটারনাল ওয়েবসাইট এই ওয়েবসাইটে।
প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৬০ জন। দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে ১লাখ ৪২ হাজার ১২৮ জন। চূড়ান্ত পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 
তাছাড়া রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এর মাধ্যমে মোবাইলের এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন> NU স্পেস রোল নং> আর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন