Ads (728x90)


রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক আবারও তাদের ফ্ল্যাশ ব্র্যান্ডেড ডিভাইস মডেম, মাই-ফাই এবং পকেট রাউডারের দাম কমালো। এক ধাপে মডেমের মূল্য ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৯০ টাকা, মাই-ফাই রাউটারের মূল্য ৩ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৭০০ টাকা এবং পকেট রাউটারের মূল্য ৪ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রাহক ১ হাজার ৩৯০ টাকা মূল্যে ডঙ্গল কিনলে পাচ্ছেন ১টি ফ্রি ডাটা সিম এবং ১ এমবিপিএস স্পিডের ২ জিবি ফ্রি ডাটা, ২ হাজার ৭০০ টাকার মাই-ফাই রাউটারের সঙ্গে থাকছে ১টি ফ্রি ডাটা সিম, ১ এমবিপিএস স্পিডের ১০ জিবি ফ্রি ডাটা। ৩ হাজার ৪৯০ টাকার পকেট রাউটারের সঙ্গে থাকছে ১টি ফ্রি ডাটা সিম এবং ১ এমবিপিএস স্পিডের ১০ জিবি ফ্রি ডাটা।
ফ্রি ডাটা ব্যবহারের মেয়াদ ৩০ দিন। কম দামে মূল্যের ফ্ল্যাশ ব্র্যান্ডেড ডিভাইসগুলি টেলিটকের সব কাস্টমার কেয়ার এবং রিটেইলশপগুলোতে পাওয়া যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন