Ads (728x90)


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র ওপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এ কথা জানানো হয়েছে।

এর আগে, সকাল দশটায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা। 
বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিয়ে আলোচনা শুরু হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান। এর আগে, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।

ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় উচ্ছ্বাস
এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনে যখন স্থবির হয়ে পড়েছে পুরো রাজধানী, তীব্র ভোগান্তিতে অফিসগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী আর প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হওয়া হাজারও মানুষ, তখন সব জল্পনা-কল্পনার অবাসান ঘটিয়ে মন্ত্রিসভা থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করে গত কয়েকদিনের অস্বাভাবিক অবস্থার। রাস্তার ও পরেই উল্লাস করেন হাজার হাজার শিক্ষার্থী।
'শিক্ষা কি পণ্য? ভ্যাট কিসের জন্য' -এমন স্লোগানে গত কয়েকদিনের উত্তপ্ত রাজপথে উৎসবের রং ছড়িয়ে পড়ে।
সরকারের এমন সিদ্ধান্ত শিক্ষার বিস্তার আর শিক্ষিত জাতি গঠনে সহায়ক হবে বলে আশা শিক্ষার্থীদের।
এর আগে, টিউশন ফি'র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে 'নো ভ্যাট অন এডুকেশন' এর ব্যানারে গত ১৩ই জুলাই আন্দোলন শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর প্রায় তিনমাসের মাথায় গত বৃহস্পতিবার থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট-বিরোধী আন্দোলনে সোমবারও তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিতে দেখা যায় অনেককে। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী বহনকারী গাড়ি রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা
যানজটে স্থবির রাজধানী
সোমবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, রামপুরা, উত্তরা, পান্থপথসহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে প্রধান সড়কগুলোতে গাড়ি চলাচল করতে না পারায় আশেপাশের ছোট গলিতে গাড়ি প্রবেশ করলেও মুহূর্তেই সেগুলোতেও ছড়িয়ে পড়ে যানজট। 
গত বুধবার থেকেই চলমান টিউশন ফির উপর বর্ধিত এই ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে গত কয়েকদিন ধরেই এই ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। 
যানজটে কোন উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকে। তবে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের।

একটি মন্তব্য পোস্ট করুন