
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোমবার ‘পিপল টু পিপল এক্সচেঞ্জ টু ফস্টার গোল্ডেন ফ্রেন্ডশীপ’ শীর্ষক এক আলোচনা সভায় চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়েনতোং প্রতি বছর ১শ’ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছেন।
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীন গবেষণা কেন্দ্রকে শিক্ষা সরঞ্জাম কেনা বাবদ ১০ ইউয়েন (আরএমবি) দেয়ারও ঘোষণা দেন লিউ ইয়েনতোং।
উপ-প্রধানমন্ত্রী বলেন,এখন থেকে প্রতিবছর ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবে চীন। এছাড়া চীন সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীন গবেষণা কেন্দ্রকে ১০ লাখ আর এমবি মূল্যে শিক্ষার সংক্রান্ত সরঞ্জাম প্রদান করা হবে।
আর কনফুসিয়াস ইনস্টিটিউট সদর দপ্তরের পক্ষ থেকে ১০০ জন বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে চীনা ভাষার সেতু নামক গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হবে।

এক সঙ্গে নির্মাণ ও একসঙ্গে উপভোগের নীতি অনুসরণ করে সহযোগিতা ও পারস্পরিক নতুন আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে মানবজাতির জন্য অভিন্ন স্বার্থগোষ্ঠী তৈরি করতে ইচ্ছুক চীন।
একটি মন্তব্য পোস্ট করুন