Ads (728x90)


ভারতের নামকরা স্মার্টফোন নির্মাতা মাইক্রোম্যাক্স তাদের নতুন ফ্ল্যাগশিপ ক্যনভাস ৫ বাজারে এনেছে। ফোর জি খাতে এটা তাদের আরো একটি নতুন সংযোগ। আকর্ষণীয় বিষয় হলো, ভারতের বাজারে ১১ হাজার ৯৯৯ রুপি মূল্যের মোবাইলটিতে জুড়ে দেওয়া হয়েছে ৩ জিবি র‍্যাম।
আজ থেকেই ভারতে এর বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশে কবে নাগাদ ও কত দামে পাওয়া যাবে তা বলা হয়নি। দাম অনুযায়ী ৩ জিবি র‍্যামের বিষয়টি পুরোপুরি বোনাস প্রাপ্তি বলে ভাবছেন এ ব্র্যান্ডের ভক্তরা।
এতে আছে ৫.২ ইঞ্চির আইপিএন পর্দা যা ফুল এইচডি ১০৮০পি রেজ্যুলেশন মানের। পর্দায় থাকছে গরিলা গ্লাস ৩। ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইন। ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এর প্রসেসর ১.৩ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৩৫। অভ্যন্তরের ১৬ জিবি স্টোরেজকে মাইক্রোএসডির মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে।

পেছনে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে ৫ মেগাপিক্সেল। ব্যাটারিও বেশ শক্তিশালী, ২৯০০এমএএইচ।

 সূত্র : টাইমস অব ইন্ডিয়া 

একটি মন্তব্য পোস্ট করুন