
এতে আছে ৫.২ ইঞ্চির আইপিএন পর্দা যা ফুল এইচডি ১০৮০পি রেজ্যুলেশন মানের। পর্দায় থাকছে গরিলা গ্লাস ৩। ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইন। ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এর প্রসেসর ১.৩ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৩৫। অভ্যন্তরের ১৬ জিবি স্টোরেজকে মাইক্রোএসডির মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে।
পেছনে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে ৫ মেগাপিক্সেল। ব্যাটারিও বেশ শক্তিশালী, ২৯০০এমএএইচ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
একটি মন্তব্য পোস্ট করুন