Ads (728x90)

 ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা। ভারত ও বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে লাভার স্মার্টফোন। সম্প্রতি লাভা নতুন একটি ফোন ছেড়েছে। ফোনটির মডেল লাভা আইরিস ফুয়েল এফ১। এর আগে লাভা আইরিস ফুয়েল এফ১ মিনি নামের একটি ফোন বাজারে ছেড়েছিল। 
ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। আইপিএস ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ১৯৬ পিপিআই। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। 

আইরিস ফুয়েল এফ১ ফোনটিতে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
লাভার ডুয়েল সিমের এই ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামের। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। 
ফোনটি থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রোইউএসবি নেটওয়ার্ক সমর্থন করে। 
ফোনটিতে একবার চার্জ দিলে ৩০ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। অন্যদিকে এটিতে ২০দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে। 
ভারতের বাজারে ফোনটির মূল্য ৮ হাজার ৭০০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১০ হাজার ৪২৩ টাকা। 

একটি মন্তব্য পোস্ট করুন