Ads (728x90)


কল্পারম্ভের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সোমবার সকালে দেশের বিভিন্ন স্থানে শেষ হয় ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা।

রংপুর: মহাষষ্ঠীর মহালগ্নে দেবীর আগমন। ধুপ ধুনোর সাথে ঢাকের তালে তালে তাকেই যেনো স্বাগত জানায় ভক্ত। রংপুরে সকালে ষষ্ঠীর লগ্নে শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ি মন্দিরে আরতি করেন পুরোহিতরা। দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দির এবং পূজা মণ্ডপ গুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বরিশাল: বরিশালেও মন্দিরে মন্দিরে শুরু হয়ে গেছে পূজা অর্চনা। সকাল ৮টা ২৫ মিনিটে শুরু হয় ষষ্ঠী বিহিত পূজার অনুষ্ঠান। মন্দিরে মন্দির ঢাকের তাল জানান দেয়া দেবী আগমনের উৎসব বার্তা। দুর্গাপূজা উপলক্ষে নগরীর প্রতিটি মন্দির সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে।

সিলেট: সকালে সিলেটের রামকৃষ্ণ মিশনেও শুরু হয় দেবীর আরাধনা। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত জড়ো হন মন্দির প্রাঙ্গণে। মন্ত্র পাঠ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির। একই সাথে শাখ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে দেবীর আগমনকে স্বাগত জানানো হয়। মঙ্গলময় জীবন আর সুখ শান্তি লাভের আশায় ভক্তরা প্রার্থনা করেন দেবীর কাছে।

নীলফামারী: নীলফামারীতেও ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এছাড়া পূজা মণ্ডপের আশেপাশে বসেছে ছোট-বড় মেলা।

একটি মন্তব্য পোস্ট করুন