চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো সম্প্রতি নতুন একটি ট্যাব বাজারে ছেড়েছে। ট্যাবটির মডেল ট্যাব ২ এ৭-২০। সাশ্রয়ী মূল্যের এই ট্যাবটিতে আছে ৭ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২০২৪x৬০০ পিক্সেল। ডিসপ্লেতে আইপিএস প্রযুক্তির সংমিশ্রণ দেয়া হয়েছে।
লেনোভোর এই ট্যাবটিতে আছে ১.৩ গিগাহার্টজের মিডিয়াটেক প্রসেসর, ১ জিবি র্যাম। বিল্টইন মেমোরি ৮জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ট্যাবটি অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪ অপারেটিং সিস্টেম চালিত।
এটির রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ট্যাবটিতে ওয়াইফাই নেটওয়ার্ক সমর্থন করে। ব্যাটারি ৩৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের।
ভারতের বাজারে ট্যাবটির মূল্য ৫ হাজার ৪৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৬ হাজার ৬৩৪ টাকা।
কালো রঙে ট্যাবটি পাওয়া যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন