চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের অনলাইন ভর্তি পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
নগরীর চারুকলা ইনস্টিটিউটে রোববার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী। এবার বিশ্ববিদ্যালয়ের ১০টি ইউনিটের অধীনে ৪ হাজার ৬শ' ৫৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। গতবছরের তুলনায় এবছর বিভিন্ন অনুষদে ১৩৭টি আসন বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। আবেদনের ক্ষেত্রে এবার ভর্তীচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৬ দশমিক দুই পাঁচ নির্ধারণ করা হয়েছে। পহেলা নভেম্বর 'ক' ইউনিটের পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
বিস্তারিত জানতেঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন।
একটি মন্তব্য পোস্ট করুন