Ads (728x90)



চা বাগানের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় হবিগঞ্জে চালু হয়েছে অনলাইন স্কুল। জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় গড়ে তোলা এই স্কুলে নিয়মিত শিক্ষা নিচ্ছে প্রায় অর্ধশত ক্ষুদে শিক্ষার্থী।
বেসরকারি উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানের শিক্ষকরা অনলাইনে রাজধানী থেকে শত মাইল দূরের এই স্কুলে ক্লাস নেন। গতানুগতিক ধারার বাইরে হওয়ায় এর পাঠদান কৌশলে রয়েছে ভিন্নতা। আগ্রহ তৈরির জন্য অনলাইনেই শিক্ষামূলক নানা ভিডিও দেখানো হয় শিক্ষার্থীদের। এরপর ক্ষুদে শিশুরা সেগুলো অনুকরণ করে শিক্ষকদের দেখায়। এদিকে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
তবে এ পদ্ধতিতে পাঠদান প্রাথমিক স্তরে সীমাবদ্ধ হলেও আগামীতে মাধ্যমিক পর্যায়ে তা উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন