Ads (728x90)

.গোপন এক দলের তৈরি ব্ল্যাকবার্ড এস্টেট নামের এক বিশাল বাড়ির মেঝের নিচে লুকানো সরু পথে ধাঁধা সমাধানের উদ্দেশ্যে ঢুকে পড়েছেন আপনি! তবে মানুষ নয়, মাকড়সা হয়ে ঢুকেছেন আপনি। ভুতুড়ে এই বাড়ির প্রাচীরের আড়ালের গোপন আবরণ সরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। ঘরের জানালা দিয়ে বাইরের রোদ, বৃষ্টি আর ঘরের ভেতরের অন্ধকারের সঙ্গে সঙ্গে আপনিও যেন হারিয়ে যাচ্ছেন ধাঁধা আর রহস্যের অতল গহ্বরে। এমনই সব মনে হবে ‘স্পাইডার: রাইট অব দ্য শ্যারাউড মুন’ গেমে।
২০০৯ সালে একাধিক পুরস্কার জিতে নেওয়া স্পাইডারের প্রথম কিস্তি ‘দ্য সিক্রেট অব দ্য ব্রাইস ম্যানর’-এর পর এত দিনে এর পরবর্তী কিস্তি ‘রাইট অফ দ্য শ্যারাউড মুন’ এসেছে। নির্মাতা টাইগার স্টাইল বলছে, চলতি মাসের শুরুর দিকেই গেমটি প্লে-স্টেশন ৪, ভিটা, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য বাজারে এসেছে। গেমটিতে আছে ৩৮টি আলাদা সচিত্র কৌশলী লেভেল। গেমে যেহেতু গেমার মাকড়সা, তাই মাকড়সার জালও বুনতে হবে! যেখানে আপনাকে সাবধানে প্রতিটি ধাপের কৌশল সাজাতে হবে এবং কখনো টিকে থাকার জন্য পোকামাকড়কেও ফাঁদে ফেলতে হবে। গেমটির গ্রাফিকস সুন্দর। পূর্ণমাত্রার প্রতিযোগিতার রহস্যে ঘেরা গা ছমছমে প্রাচীন বাড়ির অনন্য এক পরিবেশ আপনাকে দেবে দুঃসাহসিক অভিজ্ঞতা। রহস্যময় নির্বাক এই সত্যের মুখোমুখি হতে আপনি প্রস্তুত তো? 
যা যা লাগবে
প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো ২.৪ গিগাহার্টজ। অ্যাথলন ৬৪ এক্স ২ ডুয়াল কোর 
গ্রাফিকস কার্ড: জিফোর্স ৮৮০০ জিএস অথবা রেডিওন এইচডি ২৯০০ এক্সটি ৫১২ মেগাবাইট 
র্যাম: ২ গিগাবাইট
ডাইরেক্ট এক্স: ডিএক্স ৯ 
হার্ডডিস্ক ড্রাইভ: ১০ গিগাবাইট

একটি মন্তব্য পোস্ট করুন