বর্তমান বলিউডের অন্যতম আবেদনময়ি নায়িকা হিসাবে সানি লিওনের পরিচিতি ব্যাপক। অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও তার পরিচিতি অনেক বেড়ে গেছে। শোনা গেছে, সানি লিওনের নাকি বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা আছে। খবরটি জানার পর বাংলাদেশের অনেকের মধ্যেই হয়তো এটি ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করলেও নারায়ণগঞ্জবাসীদের কাছে তা অতি জঘন্য একটি পরিকল্পনা বলে মনে হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমীর ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল আহ্বান জানিয়ে বলেছেন, সানির সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তত থাকতে হবে নারায়ণগঞ্জের তৌহিদী জনতাকে। ইসলামী বিভিন্ন ইস্যুতে আন্দোলনের এ নেতা বলেছেন, বাংলার জমিনে কোনো নর্তকীর বেহাল্লপনা করতে দেওয়া হবে না।
তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমান বন্দরেও আক্রমণ করা হবে। শুক্রবার ২১ আগস্ট জুমা`র নামাজের খুতবার আগে বয়ানে আবদুল আউয়ালের এ আহ্বানে তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনও সমর্থন করেন দুই হাত তুলে। সাংবাদিকদের উদ্দেশ্যে আবদুল আউয়াল বলেন, আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারবো না।
তবে আমার ঘোষণা হলো যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে। সাংবাদিকদের মাধ্যমে আমি সেই আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি। এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে। রক্ত দিয়ে হলেও বেহাল্লপনা নর্তকীদের রুখবে। উপার্যিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেওয়া যাবে না। দেশে এখনো মুসলমানরা বেঁচে আছে।
এখনো হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহর বান্দারা আছে। তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়। আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ তাদের তুলে নেয়। তবুও দেশের যুব সমাজকে যেন আল্লাহ ও রাসূল বিরোধী করা না হয়।
একটি মন্তব্য পোস্ট করুন