মাইক্রোসফট উইন্ডোজ মোবাইলের Cortana আসছে এনড্রয়েড আর iOS-এ
iOS-এ যেমন SIRI, তেমন উইন্ডোজ মোবাইলে মাইক্রোসফটের তৈরি করা ভয়েস এসিস্ট্যান্ট Cortana, আর SIRI-র যোগ্য প্রতিদ্বন্দ্বী। এন্ড্রয়েডে প্রকৃতভাবে এখনও কোন ভয়েস এসিস্ট্যান্ট নেই। রয়েছে গুগল নাও বা স্যামসাং এর S-Voice বা আরও কিছু থার্ড পার্টি অ্যাপ। কিন্তু কোনটিই SIRI বা Cortana-র মত এডভান্স আর ইউজার ফ্রেন্ডলি না।
আজ মাইক্রোসফট ঘোষণা করেছে এর এতদিন উইন্ডোজ এক্সক্লুসিভ থাকা Cortana কে তারা নিয়ে আসবে এন্ড্রয়েড আর iOS ডিভাইসের জন্য। Cortana একটি ফোন কম্প্যানিয়ন অ্যাপ এবং এটি তিনটি মেজর মোবাইল প্লাটফর্মের জন্যই উন্মুক্ত করা হবে, তাহলে এটি এন্ড্রয়েড আর iOS এর ইন্টেগ্রেটেড গুগল নাও আর সিরিকে সরাসরি টার্গেট করবে।
বলা হচ্ছে উইন্ডোজ ফোনে Cortana যেভাবে আর যেসব কাজ করে, iOS আর এন্ড্রয়েডেও এটি ঠিক একই ফাংশনালিটিগুলোই প্রদান করবে। কিন্তু অবশ্যই এটা হবে লিমিটেড কারণ এই দুই অপারেটিং সিস্টেমে Cortana স্ট্যান্ড-এলোন অ্যাপ হিসেবে কাজ করবে, কোন সিস্টেম ইন্টেগ্রেটেড মডিউল হিসেবে নয়।
তবে ঠিক কবে এটি রিলিজ করা হবে তা এখনও বলা হয়নি। Cortana কিভাবে কি কাজ করে সেটি জানার জন্য বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন