Ads (728x90)

ভাইরাস নিয়ে হেনস্তা হওয়া কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নতুন কিছু নয়। এ যেন এক নিরন্তন সমস্যা। একটু বেখেয়াল হলেই হার্ডডিস্ক ক্র্যাশ, প্রয়োজনীয় ফাইল নষ্ট, কম্পিউটারের গতি কমে যাওয়া ছাড়াও নানান উটকো ঝামেলায় পড়তে হয়। আর কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলে তো কথাই নেই। কাজের অ্যান্টি ভাইরাস না থাকলে কোন ফাঁকে কম্পিউটারে ভাইরাস বাসা বাধবে টেরও পাবেন না।
তবে সচেতন থাকলে ভাইরাস থেকে রক্ষা করা যায় কম্পিউটারকে। তবে অনেক সময় ব্যবহারকারীদের অজান্তে কম্পিউটারে আক্রমণ করতে পারে ভাইরাস।
ভাইরাস আক্রমণের সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে ভাইরাসটি দূর করা করা হলে বিপত্তি কম হয়। কিন্ত ভাইরাস ধরেছে কি-না তা প্রথম অবস্থা বুঝতে পারেন না অনেক ব্যবহারকারী। ফলে ভাইরাস দূর করতে ব্যবস্থা নেয়া যায় না।
আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত কি-না তা যাচাই করার উপায় তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।
ordinateur portable virus
  • কম্পিউটারের কোনো আইকনে ক্লিক করলে রেসপন্ড না করা কিংবা রেসপন্ড করতে দেরি করা ।
  • কম্পিউটার ধীর হয়ে পড়ে কিংবা অ্যাপ্লিকেশন চালানো সময় ওপেন হতে দেরি হয়।
  • অনেক সময় কোনো সফটওয়্যার ইন্সটল করতে না পারা কিংবা ফাইল ডাউনলোড করতে না পারার কারণ ভাইরাস।
  • কারণ ছাড়াই কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া। তখন কম্পিউটার রিস্টার্ট করা ছাড়া উপায় থাকে না।
  • ইন্সটল করা অ্যান্টিভাইরাস কাজ করা বন্ধ করে দেওয়া।
  • ব্রাউজারে অচেনা বিভিন্ন পপআপ বা অ্যাডঅন ইন্সটল হওয়া। এতে ব্রাউজিংয়ের গতি কমে যায়।
  • হঠাৎ করে ডেস্কটপ থেকে আইকন বা সফটওয়্যারের শর্টকাট হারিয়ে যাওয়া। কিংবা অটো রিমুভ হয়ে যাওয়া।
আপনার কম্পিউটারেও যদি এগুলোর কোন একটি নিয়মিত ঘটতে থাকে তাহলে ধরে নেবেন তা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আরও দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কাজের একটি অ্যান্টি ভাইরাস ইনস্টল করে নিন। এতে কাজে যেমন গতি আসবে, তেমনি আপনার ডিভাইসটিও সুরক্ষিত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন