Ads (728x90)

সালাহ উদ্দিনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে মেঘালয় পুলিশ
ঢাকা : ভারতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ওপর কড়া নজরদারি আরোপের জন্য ইন্টারপোলের জারি করা ‘রেড অ্যালার্ট’ পেয়েছে মেঘালয় রাজ্য পুলিশ। ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) থেকে নির্দেশনা পাওয়ার পরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
বৃহস্পতিবার শিলং টাইমস এ খবর দিয়েছে। সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে, তাই তাকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠাতে মঙ্গলবার ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে রেড নোটিশ পাঠানো হয়। ভ্রমণের বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে অনুপ্রবেশের দায়ে সোমবার সালাহ উদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ।
প্রথম তাকে শিলংয়ের মানসিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কড়া নিরাপত্তা মধ্যে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে আদালতে তোলা হবে বলে রাজ্য পুলিশ থেকে জানানো হয়েছে।
মেঘালয় পুলিশের ডিজিপি রাজীব মেহতা বুধবার শিলং টাইমসকে জানান, সালাহ উদ্দিনের গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলের জারি করা নোটিশ আমরা সিবিআই থেকে পেয়েছি। সংস্থার বাংলাদেশ শাখা ওই রেড নোটিশ ভারতের শাখায় পাঠায়।
ডিজিপি মেহতা বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সিবিআইয়ের কাছ থেকে আরো নির্দেশনার অপেক্ষা করছি। এ ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নেব।’
সিবিআই সদস্যরা সালাহ উদ্দিনকে জেরা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মেহতা বলেন, ‘সিবিআই থেকে এ রকম কোনো তথ্য আসেনি। তবে যেহেতেু তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন, তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তাকে আদালতে তোলা হবে।’
সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করার জন্য তার স্ত্রী মেঘালয় পুলিশের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেননি বলেও জানান মেহতা।
এদিকে রাজ্যের পুলিশ-প্রধান জানান, ইন্টারপোলের রেড অ্যালার্ট পাওয়ার পর রাজ্য পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সালাহ উদ্দিনকে এখন পুরোপুরি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
রাজ্য পুলিশ জানায়, সালাহ উদ্দিনকে যখন গ্রেফতার করা হয়, তখন তার কাছে কিছু ওষুধ ছিল। তাকে অপহরণ করা হয়েছিল বলে সালাহ উদ্দিন দাবি করলেও, রাজ্য পুলিশ এখন তদন্ত করে দেখছে, কীভাবে তিনি বাংলাদেশ থেকে মেঘালয়ে অনুপ্রবেশ করলেন।    
বুধবার হাসপাতালে সাংবাদিকরা প্রশ্ন করলে সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশে তাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু তিনি কীভাবে ভারতে এলেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে সালাহ উদ্দিনের পরিবার ১০ মার্চ থেকে তাকে নিখোঁজ ঘোষণা করে

একটি মন্তব্য পোস্ট করুন