বকেয়া টাকার দায়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সব বৈদ্যতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে বিদ্যুৎ বিভাগ।বুধবার সকাল থেকে পানির পাম্প ও সড়কের ল্যাম্পপোস্টের বাতির সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে।
বকেয়া সাড়ে ১৩ কোটি টাকা পরিশোধ না করা পর্যন্ত সংযোগ দেয়া হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বরিশালের (ওজোপাডিকোর ১) নির্বাহী প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম।
এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলে গোটা বরিশাল নগরী অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে। পাশাপাশি নগরবাসীর মধ্যে তীব্র পানি সংকট দেখা দেবে। ভোগান্তির বিষয়টি বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তারা অনুমানে আনলেও কোনো প্রদক্ষেপ নিচ্ছে না। এমনকি এতে বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামালেরও কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।
সরেজমিনে দেখা যায়, নগরীর চাঁদমারি এলাকায় পিকআপভ্যান নিয়ে পানির পাম্প ও সড়কে পাশে ল্যাম্পপোস্টের সংযোগগুলো বিচ্ছিন্ন করছে কর্মচারিরা। এ সময় কারণ জানতে চাইলে তারা বলেন, যা করা হচ্ছে সবই কর্মকর্তার নির্দেশে।
বরিশালের (ওজোপাডিকোর ১) নির্বাহী প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম বাংলামেইলকে জানান, দীর্ঘ ৫ বছর ধরে বৈদ্যতিক বিল দিচ্ছে না সিটি করপোরেশন। এতে তাদের বকেয়া পড়েছে সাড়ে ১৩ কোটি টাকারও বেশি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা চিঠি ও একাধিকবার সভা করলেও তাদের অগ্রগতি নেই। সুতরাং বিদ্যুৎ বিভাগের উচ্চ মহলের নির্দেশে করপোরেশনের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বাংলামেইলকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন। খুব শিগগিরই কীভাবে বিল পরিশোধ করা যায় এ নিয়ে ভাবা হচ্ছে। পাশাপাশি নগরবাসী ভোগান্তির কথা ভেবে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করার পদক্ষেপ নেয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন