Ads (728x90)

01
ঢাকা: দক্ষিণ চীন সাগরে আমেরিকার অযাচিত হস্তক্ষেপ বন্ধ না করলে চীন-মার্কিন যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছে বেইজিং। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক গ্লোবাল টাইমস সোমবার এক সম্পাদকীয়তে এ মন্তব্য করেছে।

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপের নির্মাণকাজ এবং ওই এলাকার আকাশে চলতি সপ্তাহে মার্কিন গোয়েন্দা বিমানের ওড়াউড়ি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে।
গ্লোবাল টাইমস বলেছে, আমেরিকা বেইজিংকে দক্ষিণ চীন সাগরে একটি নির্মাণাধীন প্রকল্পের কাজ স্থগিত রাখতে বলা বন্ধ না করলে এ যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।
ওয়াশিংটন অভিযোগ করেছে, দক্ষিণ চীন সাগরে যে দ্বীপ নির্মাণের পরিকল্পনা বেইজিং হাতে নিয়েছে তাতে ওই অঞ্চল আরো বেশি সামরিকীকরণের দিকে যাবে।
গ্লোবাল টাইমস এ সম্পর্কে বলেছে, ‘যদি আমেরিকার শেষ কথা এই হয় যে, চীনকে ওই নির্মাণকাজ স্থগিত রাখতে হবে তাহলে দক্ষিণ চীন সাগরে চীন-মার্কিন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠবে।’
দৈনিকটির সম্পাদকীয়তে বলা হয়, ‘মানুষ সংঘাত বলে যা বুঝে থাকে ওই যুদ্ধের বিস্তার হবে তার চেয়ে অনেক বেশি।’ তবে দৈনিকটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরের নির্মাণকাজ শেষ করতে বেইজিং বদ্ধপরিকর এবং এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘শেষ কথা’।
সম্পাদকীয়তে আরো বলা হয়, ‘আমরা আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত চাই না, তবে এটি যদি আসে তাহলে আমরা তা সাদরে গ্রহণ করবো।’

একটি মন্তব্য পোস্ট করুন