জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মালিকানাধীন বিনামূল্যে লাইভ ভিডিও স্ট্রিমিং সার্ভিস পেরিস্কোপ নতুন একটি ফিচার আপডেট করেছে। এই ফিচারটি হলো ল্যান্ডস্কেপ মোড। এখন থেকে এটির ব্যবহারকারীরা ল্যান্ডস্কেপের ভিডিও ব্রডকাস্ট করতে পারবেন।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা ভার্জ জানিয়েছে, এই ফিচারটি
অ্যানড্রয়েড, আইওএস এবং ওয়েবে কাজ করবে।নতুন ফিচারের আওতায় পেরিস্কোপ ব্যবহারকারী এখন থেকে ওয়াইড ফিল্ডের ভিডিও ক্যাপচার করে তা সম্প্রচার করতে পারবেন। শুধুমাত্র ফোন রোটেট করে ল্যান্ডস্কেপ ভিউতে ভিডিও ধারণ করে সম্প্রচার করা যাবে।অন্যদিকে পেরিস্কোপের আইওএস ব্যবহারকারীরা স্মার্টফোনে ধারণকৃত ভিডিও সরাসরি ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন