রাজধানীর বিভিন্ন স্থানের পশুর হাটে মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে বেশ জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকেই সারি সারি গরু-ছাগল নিয়ে বিভিন্ন পশুর হাটে বসে আছেন বিক্রেতারা।আজ মঙ্গলবার গত দু'দিনের চেয়ে বিক্রি বেড়েছে হাটগুলোতে। বুধবার থেকে বেচাবিক্রি আরও বাড়বে বলেও আশা করছেন বিক্রেতারা। তবে বরাবরের মতোই ক্রেতা ও বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল। অনেক পশুর যোগান থাকার পরও পশুর দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা কিন্তু বিক্রেতারা বলছেন, পশুর দাম আগের মতোই আছে।এদিকে, পছন্দের পশু কিনে হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেছে অনেক ক্রেতাকে। এছাড়া, সকাল থেকেই রাজধানীর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে পশু বোঝাই ট্রাক নিয়ে বিক্রেতাদের ঢুকতে দেখা যায়। অন্যদিকে, হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন হাটে সিসি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র্যাব ও পুলিশের সদস্যরা।
একটি মন্তব্য পোস্ট করুন