Ads (728x90)

স্প্যানিশ লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

শনিবার রাতের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ভিসেন্তে ক্যালদেরোনে স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। যদিও বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। বিরতির পর ফিরে অবশ্য ম্যাচের ৫১ মিনিটেই এগিয়ে যায় রোজি ব্ল্যাঙ্কোসরা। মিলান থেকে ধারে খেলতে আসা ফার্নান্দো তোরেস লিড আনেন স্বাগতিকদের হয়ে। এর চার মিনিট পরেই নেইমারের গোলে সমতায় ফেরে বার্সা। এরপর ম্যাচের ৭৭ মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে দারুণ এক গোল করে ব্যবধান বাড়ান মেসি। এরপর ম্যাচে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের শিষ্যরা। 
অন্যদিকে, ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধ্বে কোন গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। 
তবে, বিরতির পর ম্যাচের ৪৯ ও ৭০ মিনিটে যথাক্রমে ব্লাইন্ড ও হেরেরার গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৮৪ মিনিটে অল রেডদের হয়ে বেনতেকে ব্যবধান কমালেও, ৮৬ মিনিটে স্বাগতিকদের হয়ে মার্শাল গোল করে ব্যবধান আরো বাড়ান। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যান হলের দল।

একটি মন্তব্য পোস্ট করুন